ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ

0
417

নিজস্ব প্রতিনিধি:পাবনা ঈশ্বরদী উপজেলায় আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সোমবার (২৭ মে) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্র জানায়, গত শনিবার (২৫ মে) দুপুর ১টার দিকে প্রধান শিক্ষক তাঁর কক্ষ ঝাড়ু দেওয়ার জন্য ওই শিক্ষার্থীকে ডাকেন। তাঁর সহকর্মীরা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কোচিং নিয়ে ব্যস্ত থাকায় এ সময় কক্ষে আর কেউ ছিল না। এ সুযোগে প্রধান শিক্ষক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ঘটান। ওই শিক্ষার্থীর মা বলেন, স্কুল থেকে ফিরে এসে মেয়ে আর ভাত খায়নি। গম্ভীর ছিল। পরদিন মেয়ে বলে, ‘আম্মু আমি আর স্কুলে যাব না।’ তখন মেয়ে সব খুলে বলে। একই স্কুলের আরও দুজন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। তারা বলে, তাঁদের অনেক বান্ধবীও এমন অবস্থার শিকার হয়েছে। তারা ওই শিক্ষকের কাছে আর পড়তে চায় না। এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক আগে থেকেই শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছিলো। সম্প্রতি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেয়া এবং শরীর নিয়ে বাজে মন্তব্য করে প্রধান শিক্ষক। বিষয়টি ওই শিক্ষার্থী তাঁর বাড়িতে জানায়। এরপর বাড়ির লোকজন বিষয়টি নিয়ে বিচারের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দেন। অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চাওয়ার পরামর্শ দেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে ডাকা হয়েছিল। তদন্তের সার্থে এখন বিস্তারিত কোন কিছু বলা যাচ্ছে না। তবে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক দাবি করেন, এ অভিযোগ সত্য নয়। শত্রুতা থেকে এ অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here