গরীবের ডাক্তার

0
454

নিজস্ব প্রতিনিধি:‘গরীবের ডাক্তার’ বলা হয় হোমিওপ্যাথিক চিকিৎসককে – এ পদ্ধতিতে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যায় বলেই হয়তো এমন কথা মানুষের মুখে মুখে চলে এসেছে। এক সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে অবৈজ্ঞানিক, আজগুবি আর হাতুরে চিকিৎসা হিসেবে গণ্য করা হতো। এখন মানুষ অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি পুরাতন, জটিল ও কঠিন রোগের চিকিৎসায় রীতিমতো হোমিও চিকিৎসকের শরনাপন্ন হচ্ছে । জানা গেছে, সরকার হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা বিকাশের লক্ষ্যে ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি সরকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোমিও চিকিৎসক নিয়োগ দিয়েছেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে হোমিও ঔষুধ। পাবনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. জাকারিয়া খান মানিক বলেন, হোমিওপ্যাথিক ওষুধের কোন পার্শ¦ প্রতিক্রিয়া নেই বললেই চলে। চিকিৎসা ব্যয়ও খুব কম। স্বল্প আয়ের মানুষেরা সহজেই এ চিকিৎসা সেবা নিতে পারেন। অভিজ্ঞ মহল মনে করেন হোমিওপ্যাথিক চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করলে দেশের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের সুচনা হতে পারে। সম্প্রতি পাবনা জেনারেল হাসপাতাল থেকে ছবি তুলেছেন সাংবাদিক -মো.মনিরুজ্জামান ফারুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here