চাটমোহরের মির্জাপুরে ব্যাপক মাদক-বাণিজ্য প্রশাসন নিরব

0
424

নিজস্ব প্রতিনিধি:পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুরে মাদক-বাণিজ্য এখন জমজমাট ভাবে চলছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মির্জাপুর গ্রামের মৃত ইমরান আলী শেখের ছেলে ইদ্দী আলী শেখ দীর্ঘদিন যাবৎ মির্জাপুর বাজার সহ বিভিন্ন উপজেলায় নেশাখোরদের কাছে গোপনে গাঁজা এনে বাড়ি থেকে বিক্রি করে আসছে । ইদ্দী মাদক ব্যবসা করতে গিয়ে অনেকবার প্রশাসনের হাতে আটক হয়েছে জেল খেটেছে।তাতে তার গাজার ব্যবসা বাদ হয়নি। জেল খেটে বাড়িতে আসলেই তার ব্যবসা যেন আরো রমরমা হয়ে উঠে। মির্জাপুরে প্রতি রবিবার ও বৃহস্পতিবার হাট বসে এদিন গাজার ব্যবসা রমরমা ভাবে চলে।প্রতিদিনের চাইতে এদিন গাঁজা বিক্রি চার থেকে পাঁচ গুণ বেড়ে যায়।স্থানীয়রা জানায় ইদ্দী গাজার ব্যবসা করে বিরাট ফ্লাট বাড়ি তৈরি করেছে।ইদ্দী দীর্ঘদিন যাবৎ মাদক সম্রাট নামে পরিচিত লাভ করেছে। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় ব্যবসা চালাচ্ছে।তার ব্যক্তিগত লোক নিযুক্ত করা আছে।
বেশিরভাগ সময় মোটরসাইকেল যোগে গাজার চালান নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে।সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিনই বিভিন্ন এলাকার গাঁজাখোরদের তার বাড়ির আশেপাশে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী জানায় ইদ্দী জোর গলায় বলে আমি জানি আমার ব্যবসা অবৈধ কিন্তু উপর মহলে টাকা দিয়ে আমি তাদেরকে চুপ করিয়ে রেখেছি।কেউ আমার কিছু করতে পারবে না।ইদ্দীর স্ত্রী এই গাঁজার ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসী জানায়।স্থানীয় এলাকাবাসী জরুরী ভিত্তিতে মির্জাপুর বাজারে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী সম্রাট ও তার স্ত্রীকে আইনের হাতে আটকের জন্য পাবনা জেলার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here