জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর অভিযানে ৬ জঙ্গি নিহত

0
465

সেনাবাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের শোপিয়ান, কুপওয়ারা, বদগা জেলায় দুই জয়েশ সদস্যসহ ৬ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সকাল থেকেই বদগামে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়।

পারিগামের বসতি এলাকায় বেশ কয়েকজন জঙ্গির আত্মগোপনের খবর গোপন সূত্রে পেয়েছিল সেনা বাহিনী। পরে যৌথবাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। অভিযান চলাকালীন জঙ্গিরা একটি বাড়ির ভিতর থেকে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনারাও।

সেনা সূত্র জানিয়েছে, বেশ কয়েক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সংঘর্ষ চলাকালীনই দুই জঙ্গি নিহত হয়। এই সংঘর্ষে পাঁচ সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে মার্কিন স্নাইপার, অ্যাসল্ট রাইফেলসহ প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেনা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিহত দুই জঙ্গি জয়েশ-ই-মোহাম্মদের। এদের মধ্যে একজন বিদেশি।

বৃহস্পতিবারই শোপিয়ানের ইয়রান জঙ্গলে জঙ্গি দমন অভিযানে সেনা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়। ওই একই দিনে কুপওয়ারায় আরও একটি অভিযানে আরও দুই জঙ্গি নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here