পাবনার বেড়ায় বর্জ্রপাতে সপ্তম শ্রেনীর ছাত্রীসহ নিহত – ৪

0
456

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতা:পাবনার বেড়ায় ক্ষেত থেকে বাদাম তোলা ও ঘাস কাটার সময় বর্জ্রপাতে সপ্তম শ্রেনীর ছাত্রীসহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেল ৩টার সময় পৃথক দুটি স্থানে বজ্্রপাতে ঘটনাস্থলেই ৪জন মারা যায় বলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনান সিদ্দিকী নিশ্চিত করেছেন।
বেড়া উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলাার নতুনভারেঙ্গা ইউনিয়নের বাকসোয়া হঠাৎপাড়া গ্রামের মৃত- বুধে প্রামানিকের ছেলে আব্দুল মান্নান (৬০) একই গ্রামের মৃত- মনছের আলীর ছেলে আনছার আলী (৫৫) এবং মৃত- হবিবর প্রামানিকের ছেলে আব্দুস ছালাম শুক্রবার সকালে যমুনার শিসের চরে বাদাম তুলতে যায়। বেলা আড়াই টার দিকে বর্জ্র বৃষ্টি শুরু হলে তারা পাশের বাওড়ে আশ্রয় নেয়। বিকেল ৩টার দিকে বর্জ্রপাতে ঘটস্থলেই তিনজন মারা যান। নতুনভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলার পুরানভারেঙ্গা ইউনিয়নের বক্তারপুর গ্রামের আনছার আলীর মেয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী নাসিমা খাতুন (১৩) বাঢ়রি পাশে ঘাস কাটার সময় বজ্্রপাতে ঘটনাস্থলেই মারা গেছে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ জানিয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী বর্জ্রপাতে ৪জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেছেন, নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here