পাবনার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হলেন খালেদা আক্তার

0
394

ঈশ্বরদী সংবাদদাতাঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ মূল্যায়ন শেষে  পাবনা জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন ঈশ্বরদীর  দাদাপুর মাধ্যমকি বিদ্যালয় (সেসিপ) প্রধান শিক্ষক খালেদা আক্তার। ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান দাদাপুর মাধ্যমকি বিদ্যালয় (সেসিপ) প্রধান শিক্ষক।, র্কমক্ষত্রেে শ্রম,মেধা,সৃজনশীলতা ও উন্নয়ন মূলক র্কমসূচীতে অংশগ্রহন মূলক কাজের কারণে শ্রেষ্ঠত্ব র্অজন করছেনে তিনি।  প্রধান শিক্ষক খালেদা আক্তার একাধারে সৃজনশীল, (বাংলা)  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা র্বোড, রাজশাহী এর আওতাধীন জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রধান পরীক্ষক।  এছাড়াও বাংলাদশে র্গাল গাইডস্ এসোসিয়েশন,ঈশ্বরদী উপজেলা শাখার স্থানীয় কমিশনার হিসাবে নিয়োজিত আছেন। উল্লখ্যে তিনি ইতি র্পূবে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৬-২০১৭ ও ২০১৮ সালে ঈশ্বরদী উপজেলায় এবং ২০১৬ সালে পাবনা জেলার শ্রেষ্ঠত্ব র্অজন করেছিলেন।  এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপজেলা র্পযায়েও শ্রেষ্ঠ শক্ষিা প্রতষ্ঠিান প্রধান নর্বিাচতি হয়ছেনে।  জেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলা র্পযায়ে  সহকারী কমিশনার (ভূমি) ঈশ্বরদী,পাবনাকে আহবায়ক করে চার সদস্যর কমিটি বিভিন্ন দক্ষতার মুল্যায়ন শেষে দাদাপুর মাধ্যমিক বিদ্যালয় (সেসেিপ)  প্রধান শিক্ষক খালেদা আক্তারকে ঈশ্বরদী উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমুহের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়।  এবং জেলা র্পযায়ে অতিরিক্ত জেলা প্রশাসককে আহবায়ক করে জেলা শিক্ষা অফিসার এস এম মসলেম উদ্দিনকে সদস্য সচিব করে সাত সদস্যর কমিটি মুল্যায়ন সম্পন্ন করে জেলা র্পযায়ে খালেদা আক্তারকে পাবনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here