পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিরুদ্ধে কোভিড পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ

0
321

স্টাফ রিপোর্টারঃ পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিরুদ্ধে কোভিড পরীক্ষায়
মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৫ জুন সকাল থেকে শুরু হওয়া কোভিড -১৯ পরীক্ষার কাজে মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহার করা হয়। ভুক্তভোগী জনৈক ব্যক্তি জানান তার করোনা টেস্টের জন্য তাকে ২০২১০৬ মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেওয়া হয়। নমুনা নেওয়ার সময় তিনি মেয়াদ উত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। দায়িত্বরত ব্যক্তিরা বলেন, এব্যাপারে অফিসে কমপ্লেন করতে। উপায়ন্ত না পেয়ে তিনি এ প্রতিবেদকের স্মরণাপন্ন হন। এ প্রতিবেক তাৎক্ষনিক ভাবে বেলা ১১ টা ৪ মিনিটে পাবনার সিভিল সার্জনকে মোবাইলে যোগাযোগের চেস্টা করে তাকে মোবাইলে না পেয়ে তাৎক্ষনিক ভাবে ১১ টা ৫ মিনিটে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে বিষয়টি অবগত করা হয়। তিনি তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেওয়ায় পরবর্তীতে ২০২১০৬ এর পরবর্তে মেয়াদ ওয়ালা লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়। এ ব্যাপারে বিকেল ২ টা ৫০ মিনিটে সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীকে মোবাইলে পাওয়া যায়। মোবাইলে তিনি জানান, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায়। অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়া ১৯ টি টেস্ট টিউব ছিল। পরবর্তীতে মেয়াদ ওয়ালা লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে। তিনি আরও জানান মেয়াদ উত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল নাও আসতে পারে। এদেও কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here