প্রাথমিক পর্যায়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বন্ধবন্ধুকে জানা

0
188

মোহাম্মদ নাহিদ হাসান খান
উপজেলা নির্বাহী অফিসার ভাঙ্গুড়াঃ

প্রাথমিক শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষার মূল ভিত্তি । অল্প বয়সে ছাত্রছাত্রীরা যা শেখে আজীবন তাদের স্মৃতিতে চিরজাগরুক হয়ে থাকে । আমাদের এ বাংলাদেশ দীর্ঘ ন’মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে । শিশুরা প্রাথমিক পর্যায় থেকেই ভাষা আন্দোলনের ইতিহাস মুক্তিযুদ্ধের আত্নত্যাগ এবং বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে সহজভাবে জানতে পারলে তাদের মনে ইতিহাসের সঠিক তথ্য প্রোথিত হয়ে থাকবে । জাতীয় দিবসগুলোর তৎপর্য, ভাষা আন্দোলনের পটভূমি, শোষন বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও আত্নত্যাগ এ সমস্ত বিষয়গুলো ছাত্রছাত্রীদের মাঝে সহজভাবে তুলে ধরতে হবে । বঙ্গবন্ধুর লেখা কয়েকটি বইয়ের নাম, কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের ইংরেজি অর্থ যেমন- জাতির পিতা-Father of The Nation, রাষ্টভাষা আন্দোলন-State Language Movement, গণঅভ্যুত্থান-Mass Upsurge, মুক্তিযুদ্ধ-Liberation War, স্বাধীনতা দিবস-Independence Day, বীর মুক্তিযোদ্ধা-Heroic Freedom Fighter, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-International Mother Language Day, জাতীয় শোক দিবস-National Mourning Day ইত্যাদি । এ শব্দ গুলোর অর্থ জানা থাকলে ভবিষ্যতে বাংলার পাশাপাশি ইংরেজিতে ইতিহাস ব্যাখ্যা করা অনেক সহজ হবে । বিশ্বপরিমন্ডলে আজকের ছাত্রছাত্রীরাই আগামীতে যথাযভাবে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে সক্ষম হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here