বেড়ার ইউএনও’র মোবাইল ক্লোন করে টাকা দাবি; থানায় জিডিই

0
296

শফিউল আযম ঃ
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বা (০১৭৬২-৬২১০২৩) ক্লোন করে ইউপি সচিব, ইউপি সদস্যসহ বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করেছে কতিপয় প্রতারক। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বুধবার রাতে ফেসবুকে এ প্রতারণার কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছেন।
জানা যায়, কতিপয় প্রতারক বেড়া ইউএনও আসিফ আনাম সিদ্দিকীর অফিসিয়াল মোবাইল ক্লোন করে এ নাম্বার থেকে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের দুই মেম্বরের কাছে ২০ হাজার ও ২৫ হাজার টাকা এবং ঢালারচর ইউপি’র এক মেম্বরের কাছে ২০ হাজার টাকাসহ বিভিন্ন ব্যক্তির কাছে ইউএনও পরিচয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে। ঢালারচর ইউপি সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। এরপর বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুকে তার নাম্বার ক্লোন করে টাকা দাবির বিষয়ে সবাইকে জানান। এব্যারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ বৃহস্পতিবার দুপুরেই বেড়া মডেল থানা ও আমিনপুর থানায় পৃথক দুটি জিডিই করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here