বেড়ায় ট্রেনে কাটা পড়ে পশু চিকিৎসক নিহত

0
281

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতা ঃ
পাবনা বেড়া উপজেলার আমিনপুরে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে পশু চিকিৎসক আব্দুল লতিফ মোল্লা’র (৩১) নিহত হয়েছেন। নিহত লতিফ মোল্লা মাশুমদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মিছলী মোল্লার ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আমিনপুরের পুরান মাশুমদিয়া রেল ক্রসিং মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পশু চিকিৎসক আব্দুল লতিফ মোল্লা প্রতিদিন মোটরসাইকেলে তার তৃতীয় শ্রেনী পড়–য়া মেয়ে সন্তানকে স্থনীয় একটি মক্তবে পৌঁছে দেন। প্রতিদিনের ন্যায় বুধবার মেয়েকে পৌছে দিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ নামের ট্রেনটি পুরান মাশুমদিয়া মোড় অতিক্রম করার সময় আব্দুল লতিফ মোটরসাইকেলে নিয়ে রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিনপুর থানার (ওসি) তদন্ত খাইরুল ইসলাম ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর শনিবার বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নান্দিয়ারা রেল গেট এলাকায় গোলেজান বেগম (৮০) নামের এক বৃদ্ধের ট্রেনের ধাক্কায় নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here