বেড়ায় বালু উত্তোলনের প্রতিবাদ করায় গ্রামবাসীর উপর হামলা আহত ৩

0
437

শফিউল আযম :
বেড়ায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় চরপেঁচাকোলা গ্রামবাসীদের মারপিট করছে বড়পায়না গ্রামের প্রভাবশালী একটি মহল। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মোহনগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
জানা যায়, বড় পায়না গ্রামের একটি প্রভাবশালী মহল চরপেচাকোলা গ্রামের যমুনা নদীতে ড্রেজারের সাহায্যে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এতে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পেঁচাকোলা গ্রামের নদী পাড়ের কয়েক শ’ বাড়ী এবং বহু স্থাপনা ভাঙনের হুমকীর মুখে পড়ে।
শুক্রবার সকাল ৬ টার দিকে কয়েকজন গ্রামবাসী এই বালু উত্তোলনে বাধা দেয়ায় বালু ব্যবসায়ীদের সাথে কথা কাটাকাটি হয়। ওই দিন সকাল ৯ টার দিকে চরপেঁচাকোলা গ্রামের নুর ইসলামের ছেলে আবুল কালাম (৩০) মৃত আজিজ মন্ডলের ছেলে আলাউদ্দিন (৩৫) আরিচা যাওয়ার উদ্দ্যেশে মোহনগঞ্জ খেয়াঘাটে আসলে বালু ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হাঁতুরি দিয়ে তাদের পিটিয়ে জখম করে। এসময় মোহনগঞ্জ গ্রামের বিল্লাল এর ছেলে সুজন মাঝি (২০) বাধা দিলে তার উপরেও হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এ ব্যাপারে বেড়া থানার এস আই মতিয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিস্থিতি নিয়ন্তনে আছে তবে কোন মামলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here