বেড়ায় মুক্তিযোদ্ধা নেতা হাইয়ের ইন্তেকাল

0
415

বেড়া (পাবনা) সংবাদদাতা:পাবনার বেড়ার সৎ সজ্জন রাজনীতিবীদ সর্বমহলে নেতা হাই নামে পরিচিত মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হাই (৭০) গতকাল সোমবার সকাল সাত টায় পৌর এলাকার সান্যালপাড়া মহল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। জোহর নামাজের পর ফকির প্লাজা মোড়ে নামাজে জানাজা শেষে সান্যালপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তার জানাজা নামাজে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।
আব্দুল হাই ছাত্র জীবনে তৎকালীন আওয়ামীলগি নেতা অধ্যপক ড. আবু সাইয়িদের ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করে ব্যাপক সুনাম অর্জন করেন। স্বাধীনতার পর আওয়ামীলীগ ছেড়ে জাসদে যোগ দেন। জাসদের রাজনীতি স্থবির হয়ে পড়লে তিনি বিএনপিতে যোগদান করেন। তার মৃত্যুতে বেড়া উপজেলা আওয়ামী সভাপতি মেয়র আব্দুল বাতেন, সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা বিএনপি’র সাধানর সম্পাদক মোঃ রইজ উদ্দিন, বেড়া পৌর বিএনপি সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির, জামায়াতের বেড়া উপজেলা আমীর ডাঃ আব্দুল বাসেত খানসহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here