বেড়া সরকারী বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত

0
458

শফিউল আযম বেড়া পাবনা:এসএসসি পাশের ৪৯ বছর পর একত্রে হয়েছিলেন পাবনার বেড়া বিবি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষর্থীরা। বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭০সালের এসএসসি ব্যাচের পুর্নমিলনি ২০১৯ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া দিন ব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। ১৯৭০ ব্যাচের শিক্ষার্থীরা মুক্ত আলোচনা ও স্মৃতিচারন করেন। অনুষ্ঠানে ১৯৭০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আলী আকবর, ড. তোফাজ্জল হোসেন ডাঃ নজরুল ইসলাম, ড. সানোয়ার হোসেন প্রমুখ।

৯৩ বছর বয়সের সবচেয়ে প্রবীন শিক্ষক আব্দুল ওহাব বলেন, আমি আজকের এই দিনটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। একটি সাজানো বাগানের কি ফুল ফুটেছে তা দেখতে আজকে আমি অনুষ্ঠানে এসেছি। এ সময় প্রবীন শিক্ষক মোঃ আলাউদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল খালেক ১৯৭১সালে পাক হানাদার বাহীনির সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। মুলত তার স্মৃতি চারনের জন্য ১৯৭০ ব্যাচের শিক্ষার্থীরা এই পুর্নমিলন অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান পরিচালন করেন ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাফর উল্লাহ দুলাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here