ভাঙ্গুড়ায় সচেতন গণপাঠাগারে পাঠক সমাবেশ ২০২১ অনুষ্ঠিত

0
281

ভাঙ্গুরা সংবাদদাতাঃ বই পড়ি, পরিচ্ছন্ন জীবন গড়ি। এই স্লোগান কে সামনে রেখে গতকাল শুক্রবার সকাল 10 টায় সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের অঙ্গ সংগঠন সচেতন গণপাঠাগারে পাঠক সমাবেশ 2021 অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রায় শতাধিক পাঠক অংশগ্রহণ করে। সমাবেশের আলোচনায় পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করাহয় এবং আগামী ২১ ডিসেম্বর ২০২১ এ দেয়ালিকা প্রকাশ ও আগামী ২৯ তম বইমেলায় পাঠকদের সমন্বয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাঠাগার সম্পাদক প্রভাষক ওমর ফারুক, প্রধান আলোচক এর বক্তব্য রাখেন নাছির আহমেদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের লাইব্রেরিয়ান ইয়ার আলী, অ্যাডভান্স স্কুলের শিক্ষক শরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি সরকার মহির উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ বাদশা, সেলিম হোসেন ডলার, সহ সাংস্কৃতিক সম্পাদক তসলিম হোসেন । অনুষ্ঠানে বক্তারা জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই, প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ সেপ্টেম্বর হতে ১৬ ই ডিসেম্বর ২০২১ পর্যন্ত একটি কর্মসূচি চলমান রয়েছে, তাদের প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত একজন লাইব্রেরিয়ান কর্মরত আছেন। ১৯৮৬ সাল হতে প্রায় ৩৫ বছর যাবত প্রতিষ্ঠানটি জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। বর্তমানে তাদের পাঠক সংখ্যা প্রায় ২ হাজার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here