ভাঙ্গুড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

0
197

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ ভাঙ্গুড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোঃ মকবুল হোসেন বলেন, মানুষ সামাজিক জীব। একাকী জীবনযাপন করা মানবজাতির পক্ষে সম্ভব নয়। একজন মানুষ যতই সমৃদ্ধ হোক না কেন, জীবন-জীবিকার প্রয়োজনে তাকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার কাছ থেকে সহযোগিতা নিতে হয়। তাই সমাজে বসবাসরত প্রত্যেকের উচিত ঐক্য, সংহত ও সৌহার্দ্যপূর্ণ জীবনযাপন করা। সমাজে এমন সম্প্রীতিপূর্ণ পরিবেশই ইসলাম কামনা করে। ভাঙ্গুড়ায় আদিকাল থেকেই মুসলিম হিন্দু আদিবাসীরা একত্রে মিলেমিশে বাস করে, এখানে সামাজিক সম্পর্কের কোনো ঘাটতি নেই।
সামাজিক-সম্প্রীতি সমাবেশ আজ ২৭ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ভাংঙ্গুড়ার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি, ভাংগুড়া থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোকসেদুর রহমান, বীর মুক্তি যোদ্ধা পরিতোষ রায়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভাঙ্গুড়া পৌর সভাপতি নির্মল কুমার রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দে, সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল। সতবারীয়া জামে মসজিদের খতিব রুহুল আমিন, উপজেলা আদিবাসী সমাজের সভাপতি জ্ঞানেন্দ্র নাথ শীল, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাঙ্গুরা ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ উজ্জল হোসেন,
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ জাহাঙ্গীর আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here