নিজস্ব প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের সরদার পাড়া এলাকায় বড়াল নদীতে অর্ধ গলিত ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা(৩৩)এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। শনিবার সকাল আটটার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও নেভী ব্লু প্রিন্টের শার্ট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে এলাকাবাসী শহরের সরদার পাড়া এলাকায় বড়াল নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেয়। পরে ভাঙ্গুড়া থানার এসআই হাসান সঙ্গিয় ফোর্স নিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হবে কিনা জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।