ভাঙ্গুড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

0
162

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী । আজ শ্রক্রবার দুপুরে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের মিলন হোসেনের ১৬ বছর বয়সী মেয়ে মিম খাতুনের বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে বর পক্ষ আসার আগেই থানা-পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। এসময় তিনি বিয়ে বন্ধ করে দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের পিতাকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয় । এছাড়া মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ প্রদান করা হবে না মর্মে মুচলেকা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here