ভাঙ্গুড়ায় উদ্বোধনের অপেক্ষায় পৌর পার্ক

0
172

স্টাফ রির্পোটার

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রীজ মাঠের দক্ষিণ পাশে গড়ে তোলা হচ্ছে পৌর পার্ক। এর নাম দেয়া হয়ছে ছায়াকুঞ্জ। আগামী ১৫ই জানুয়ারি পার্কটি উদ্বোধনের কথা রয়েছে।

পৌর পার্ক নির্মাণের ফলে শিশু মানসিক বিকাশ ও চিত্ত বিনোদনের বড় সহায়ক হবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।
১৩ জানুয়ারি সরেজমিন ঘুরে দেখা যায়, পার্কের অধিকাংশ কাজ প্রায় শেষের পথে। এখন চলছে ঘষা মাজা ও রং তুলির কাজ।
নির্মাণাধীন পৌর পার্কে শিশুরা রেল গাড়ি, ম্যাজিক বোর্ড ব্যবহার করতে পারবেন।

পৌর কর্তৃপক্ষ বলছেন, নির্মাণাধীন পার্কটিতে ট্রেন ছাড়াও ৮টি আসনের সুইং, ৬টি আসনের ম্যারি গো রাউন্ডসহ শিশুদের জন্য বেশ কিছু হাতি,ঘোড়া ও পুকুরে প্যাডেল বোড থাকছে। এর পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী কর্ণার ও রয়েছে।

সায়াকুঞ্জ পৌর পার্ক দেখতে আশা প্রভাসক হেলাল উদ্দিন বলেন, ভাঙ্গুড়ায় কোন শিশু পার্ক ছিল না পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল পার্কটি নির্মাণ করছেন।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল বলেন,আগামী ১৫ই জানুয়ারি পাবনা-৩ এলাকার এমপি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ছায়াকুঞ্জ পৌর পার্কটি উদ্বোধন করবেন। এটা চালু হলে ভাঙ্গুড়া পৌরসভাসহ ভাঙ্গুড়া উপজেলার মানুষের বিনোদনের আশা পূরণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here