ভাঙ্গুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

0
201

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে প্রযুক্তিবান্ধব উন্নয়নের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ,সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের ন্যায় ভাঙ্গুড়া উপজেলায় আগামী ১৪ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ আয়োজন উপলক্ষে ৯ নভেম্বর বেলা ১২ টায় ভাঙ্গুরা উপজেলা প্রশাসন উপজেলা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, আগামী ১৪ নভেম্বর বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম ভাঙ্গুরা পাবনায় এ মেলায় চারটি ক্যাটাগরিতে প্যাভিলিয়ন স্থাপন করা হবে । প্যাভিলিয়ন এক উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ। প্যাভেলিয়ান দুই ডিজিটাল সেবা,কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ও ভূমি। প্যাভেলিয়ন তিন হাতের মুঠোয় সেবা,ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পোস্ট ই-সেন্টার, ই কমার্স, ই-ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং। প্যাভেলিয়ন চার শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, বিদ্যালয় কার্যক্রম অটমেশন, অভিভাবকদের নিকট এসএমএস প্রেরণ, অনলাইনে শিক্ষার্থীদের বেতন সংগ্রহ, অনলাইনে শিখন শেখানো কার্যক্রম, দক্ষতা ও কর্মসংস্থান । মেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। মেলা সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন রকমের কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার ভূমি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here