ভাঙ্গুড়ায় নদীর মাটি উত্তোলন করায় হুমকির মুখে ব্রিজ

0
482

সিরাজুল ইসলাম আপন: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা-ধানুয়াঘাটা সড়কের ব্রিজ ঘেঁষে ভেকু মেশিন দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করছে স্থানীয় স্বার্থান্বেষী ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়েছে উপজেলার পার- ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামের মাথবিল নামক ব্রীজটি। ব্রীজের নিচে খাল তৈরি হওয়ায় সড়কের পাশ থেকে মাটি সরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মাথবিল ব্রিজের পশ্চিম পাশে মাটি কেটে ১৫ ফিট গভীর গর্ত করা হয়েছে। সেখানে বৃষ্টির পানি জমা হওয়ায় শ্যালো মেশিন লাগিয়ে সেচ দিয়ে আবারও মাটি কাটার প্রস্তুতি চলছে। এলাকাবাসী জানান,ওই এলাকার জনৈক পলান আহম্মেদ,দেলোয়ার,নায়েব আলী, সাহেব আলী ও আইয়ুব আলী নামের কয়েক ব্যক্তি ব্রীজের পাশ থেকে মাটি কেটে বড় ড্রাম ট্রাকে করে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছে। এ ব্যাপারে জানতে চাইলে পলান আহম্মেদ বলেন, আমাদের জমির মাটি আমরা বিক্রি করেছি। মাটি ব্যবসায়িরা কিভাবে মাটি উত্তোলন করছে তা আমার দেখার বিষয় নয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন,বিষয়টি শুনলাম তবে না দেখে কিছু বলতে পারছিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here