ভাঙ্গুড়ায় ৩৫ লাখ টাকা ব্যয়ে সংযোগ বিহীন ফুট ব্রিজ জনগণের কোনো উপকারে আসেনি

0
507

সিরাজুল ইসলাম আপন:পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামের পিছনে এলজিইডি ৩৫ লাখ টাকা ব্যয়ে একটি ফুট ব্রিজ নির্মাণ করেছে যা জনগণের কোনো উপকারে আসেনি। ব্রিজটির উত্তর পাশে ওয়াপদার পাকা সড়ক এবং দক্ষিণ পাশে এলজিইডির সাবেক হিসাব রক্ষক মাহমুদ আলীর গ্রামের বাড়ি। এই বাড়িটির উত্তর পাশে গুমানি সেতু। প্রায় বিশ বছর আগে ফুট ব্রিজটি নির্মাণের সময় মাহমুদ আলীর বাড়ির পাশ দিয়ে গুমানি সেতু থেকে ওয়াপদা বাধ সংযোগ রাস্তা দেওয়ার প্রতিশ্রুতির প্রেক্ষিতে সরু ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এতে চলনবিলের অন্ততঃ বিশ গ্রামের অধিবাসি নৌবাড়িয়ার গুমানি সেতু থেকে নেমেই ঔ ফুট ব্রিজ দিয়ে ওয়াপদার পাকা রাস্তায় উঠতে পারতো। কিন্তু মাহমুদ আলী তার প্রতিশ্রুতি ভঙ্গ করে সংযোগ রাস্তা না দেওয়ায় এখন জনসাধরণকে দু’কিলোমিটার ঘুরতে হচ্ছে। ফলে এলজিইডির ৩৫ লাখ টাকাই এখানে অপচয় করা হয়েছে। অথচ গুমানি সেতু থেকে ফুট ব্রিজের দুরত্ব মাত্র তিন’শ ফুট। যার সুবিধা কেবল মাহমুদ আলীর পরিবার ভোগ করছেন। বিশাকোল গ্রামের আব্দুল কুদ্দুস,আব্দুল মান্নান ও কয়রা গ্রামের আব্দুল হাই বলেন,আমরা অবিল¤ে॥^ ফুট ব্রিজের কথিত সংযোগ রাস্তাটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এটা হলে জনসাধারণ সহজে এই পথে চলাচল করতে পারবেন। উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন,ব্রিজটি অনেক আগের তৈরি তাই সংযোগ রাস্তাটির বিষয় আমার নলেজে নেই। তবে সরেজমিন দেখে সংযোগ সড়ক উন্মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here