রাবিতে আইটি-আইটিইএস চাকরি মেলা

0
422

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী আইটি-আইটিইএস চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। মেলায় প্রাথমিকভাবে ৩শ চাকরিপ্রার্থীকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মানব সম্পদ উন্নয়ন, প্রত্যেক নাগরিকের দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা, সরকারের সকল সেবাকে ডিজিটালাইজড করা ও আইসিটি শিল্পের বিকাশের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি ও প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমান সময়ে ইন্টারনেট সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে উন্নতি করা প্রায় অসম্ভব। যদি স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল ক্ষেত্রগুলোকে ইন্টারনেটের আওতায় আনতে পারি তাহলে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনা যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আইটি পার্ক নির্মাণ করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ জনশক্তির চাহিদা বেড়ে গেছে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলাই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আইসিটি কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা গ্রহণের জন্য স্কুলগুলোয় ৯ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু করেছি। বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশেষ ল্যাব প্রতিষ্ঠার কাজ চলছে।’

দিনব্যাপী এ মেলায় ঢাকা, রাজশাহী, যশোরসহ দেশের প্রায় অর্ধশত আইটি বিষয়ক প্রতিষ্ঠান স্টল দেয়। মেলায় আইটি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রায় পনেরো হাজার তরুণ-তরুণী অংশ নেয়। এদের মধ্যে ছয় হাজার জন চাকরিপ্রার্থী প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেন এবং ৩শ জনকে প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়। এছাড়া মেলায় বিতর্ক প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক চারটি সেমিনার অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here