রেল সচিব বেড়ায় ঢালারচর রেল স্টেশন পরিদর্শন ও দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরন করেন

0
302

শফিউল আযম ঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা শুক্রবার সকাল সাড় ৯টার সময় বেড়া উপজেলার ঢালারচর রেল স্টেশন পরিদর্শন এবং ওই ইউনিয়নের একশত দুঃস্থ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রধানমন্ত্রী’র উপহার বিতরণ করেন।
এ সময় ঢালারচর রেল স্টেশনে উত্তরবঙ্গের রেল মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে সচিব সেলিম রেজা মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারন মানুষকে সচেতন করার পাশাপাশি রেল লাইনের যন্ত্রাংশ নিজেদের সম্পদ মনে করে নিজেদের দ্বায়ীত্বে দেখে রাখার কথা বলেন।
পরে তিনি উপজেলার পুরান ভারেঙ্গা ইউপিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত টিআর প্রকল্পের আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের উপকারভোগীদের কয়েকটি ঘর ও নগরবাড়িতে স্থাপিত মেরিন একাডেমিসহ বেড়া উপজেলায় বাস্তবায়ীত সরকারের কয়েকটি উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন।
তার সাঙ্গে ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন, আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা মো.মোজাম্মেল হক, বেড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো.শহিদুল্লাহ, ঢালারচর ইউপি প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসলাম (আমিন) প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here