সবাইকে মাস্ক পরতে রেল সচিবের আহ্বান

0
298

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এতে পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। যথা সময়ে সরকার গৃহীত পদক্ষেপ নেয়ার ফলে এই সফলতা সম্ভব হয়েছে। তবে করোনা ভাইরাস নির্মূলের জন্য জনগণকে আরো সচেতন হতে হবে। শিশু ও নারী-পুরুষ সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং জনসমাগম এড়িয়ে তিন ফুট থেকে ছয় ফুট পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তাহলে দেশে করোনা ভাইরাস সংক্রমণ কমে আসবে। এ জন্য জনগণকে অবশ্যই সরকারের নির্দেশিত স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলতে হবে। বৃহস্পতিবার দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে কোভিড (১৯) সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থা, বন্যায় চলমান ত্রাণ কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনকে বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া রেল সচিব আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, সাবেক উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার ছানা, অধ্যক্ষ শহীদুজ্জামান তরুণ, ভাঙ্গুড়া থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক মাহবুব উল আলম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here