হাসপাতালেই প্রাইভেট প্রাকটিসের সুযোগ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

0
464

সরকারি সব হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার জন্য আলাদা কর্নার রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসাথে সকল সরকারি হাসপাতালে আইসিইউ’র ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় ৩৭৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সরকারি কর্মচারি হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী জানান, এ বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ জনগণের জন্য আধুনিক ও বিশেষায়িত সেবা দেয়ার প্রয়োজনীয় সুবিধা তৈরি করতে হবে।

বেসরকারি হাসপাতালে আইসিইউ খরচ অনেক বেশি। অতিরিক্ত খরচে সাধারণ মানুষ এই সেবা নিতে পারে না। সাধারণ মানুষ কম টাকায় যাতে আইইসিউ’র সুবিধা পেতে পারেন সে জন্য সকল সরকারি হাসপাতালে আইসিউ’র ব্যবস্থা করতে হবে।

হাসপাতালের পরিবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, হাসপাতাল খোলামেলা পরিবেশে হতে হবে। এগুলো যেন ফ্লাট বাড়ির মতো না হয়। ফুডকোর্ট, বাচ্চাদের ডে কেয়ার, চিকিত্সক, নার্স এবং টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। হাসপাতালে মনোরম পরিবেশ করতে একটা বাগান থাকতে পারে।

বিশেষজ্ঞ ডাক্তাররা অধিক মানুষকে চিকিত্সা সেবা দিতে পারেন এমন আলাদা কর্ণার থাকতে পারে। ক্যান্সার, কিডনি পক্ষাঘাত, হার্ট-বক্ষব্যাধি চিকিত্সা সুবিধা যাতে সব হাসপাতালে থাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সকল জেলা-উপজেলায় উন্নতমানের চিকিত্সা সেবা যাতে পায় সেই ব্যবস্থা করা হবে।

গতকাল একনেক সভায় ২ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সবগুলোই নতুন প্রকল্প। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো, ৩১২ কোটি টাকা ব্যয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মিপুর জাতীয় মহাসড়কের বরিশাল (চর কাউয়া) হতে ভোলা (ইলিশা ফেরীঘাট) হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ৮৫৯ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে শরীয়তপুর (মনোহর বাজার)-ইব্রাহিমপুর ফেরীঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প, ২৫০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নীলফামারী-ডোমার সড়ক ও বোদা-দেবীগঞ্জ সড়ক (নীলফামারী অংশ) ফুলবাড়ী-পার্বতীপুর সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প, ৭২২ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা নকশিপল্লি, জামালপুর প্রকল্প এ্ং ১২৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উত্পাদন বৃদ্ধি প্রকল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here