এস পি জাহাঙ্গীর আলম সরকারের মায়ের মৃত্যু

0
375

মো. আব্দুল হাফিজ ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:গত বৃহস্পতিবার এস পি এস.এম জাহাঙ্গীর আলম সরকারের মা মনোয়ারা বেগম (৭০) ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না … রাজীউন) তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। তিনি ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের মরহুম নজরুল ইসলাম মাস্টার সাহেবের স্ত্রী। মৃত্যুকালে মরহুমা ৩ জন পুত্র সন্তান রেখে গেছেন। তিনি শিক্ষা ও সেবা অনুরাগী ছিলেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলে যানা যায় মৃত্যুর পূর্বে তিনি একটি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে একটি হাসপাতাল নির্মাণের জন্য জমি প্রদানের জন্য তার নিদের্শনা প্রদান করেন।

তার বড় ছেলে স্থানীয় কলেজে কর্মরত, মেঝো ছেলে নৌবাহিনীতে চাকুরী করে অবসরে আছেন। কনিষ্ঠ পুত্র এস.এম জাহাঙ্গীর আলম সরকার বর্তমান পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। মরহুমার মরদেহ বাড়ীতে পৌছার পূর্বে অনেক নারী তাকে এক নজর দেখার জন্য বাড়ীতে ভিড় করেন। জানা যায়, তিনি গ্রামের নারীদের সাথে অত্যান্ত আন্তরিকতার সাথে মেলামেশা করতেন। তিনি তাদেরকে অত্যান্ত বিচক্ষণতার সাথে বিভিন্ন উপদেশ দিতেন এবং বিপদ আপদে পাশে থাকতেন। মনোয়ারা বেগম একজন ধর্মভীরু নারী ছিলেন। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে রাত ৮টার সময় জানাজার নামাজ শেষে সোনাহারা কবরস্থানে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here