চৌহালীতে দুঃস্থদের মাঝে চিকন চালের পরিবর্তে মোটা চাল বিতরণ প্রায় ৩৫০ কেজি সরকারী চাল জব্দ

0
319

বেড়া (পাবনা) সংবাদদাতা ঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দ জিআর চিকন চালের পরিবর্তে সরকারী অন্য খাতের মোটা চাল বিতরণের সময় ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ হাতে নাতে ধরে ফেলেন। এসময় ওই ইউপির অস্থায়ী কার্যালয় চরজাজুরিয়া দাখিল মাদরাসা থেকে ৩৪৩ কেজি সরকারী চাল জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার যমুনা চরাঞ্চল অধ্যুষিত ঘোড়জান ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৪টি বন্যার্ত পরিবারে খাদ্য সহায়তার জন্য জিআর এর ৪৫ হাজার ৮শ টাকা বরাদ্দ দেয়া হয়। এজন্য প্রতিটি বন্যার্ত পরিবারকে ৭ কেজি চিকন চাল সহ ডাল, তেল, লবন ও সাবান বিতরণ করার কথা। তবে অন্য দ্রব্য ঠিক থাকলেও দিকে চিকন চালের পরিবর্তে সরকারী অন্য খাতের মোটা চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রমজান আলী।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুরের ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে মোটা চাল জব্দ করেন। এসময় ৯টি ব্যাগে সাত কেজি করে ৬৩ কেজি চাল, এছাড়া পরিষদের গুদামে রাখা ৫০ কেজির পাঁচ বস্তায় ২৫০ কেজি ও এক বস্তায় ৩০ কেজি চালসহ মোট ৩৪৩ কেজি মোটা চাল পুলিশ জব্দ করেছে।
এ বিষয়ে ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেছেন, জিআর এর টাকায় কেনা চিকন চালের বদলে কয়েকটি বস্তায় কিছু মোটা চাল ছিল। এটা তেমন কিছু নয়। তবে জব্দকৃত চালের বিষয়ে ইউপি চেয়ারম্যান কোন সদুত্তর দিতে পারেনি।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানিয়েছেন, জিআর এর টাকায় চিকন চাল কিনে বিতরণের নিয়ম রয়েছে। কিন্তু চেয়ারম্যান সরকারী অন্য কোন খাতের মোটা চাল দুস্থদের মধ্যে বিতরণ করা করছিলেন। যা সম্পূর্নরুপে বেআইনি। এছাড়া পরিষদের গুদামে কয়েকটি বস্তায় রাখা সর্বমোট ৩৪৩ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here