ঢাকা-কলকাতা জাহাজ সার্ভিস ২৯ মার্চ শুরু

0
534

নৌপথে ঢাকা থেকে কলকাতা যাওয়ার পথ সুগম হতে চলেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজ এম ভি মধুমতি আগামী ২৯ মার্চ থেকে কলকাতা যাবে। বিআইডব্লিউটিসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি নির্দেশনায় বিআইডব্লিউটিসি’র নিজস্ব অত্যাধুনিক নৌযান দিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌ সার্ভিস চালু হচ্ছে। আগামী ২৯ মার্চ বিআইডব্লিউটিসির এম ভি মধুমতি নারায়ণগঞ্জের পাগলা মেরি এন্ডারসন থেকে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুইজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রী প্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুইজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রী প্রতি) ১৫০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here