পাবনার ফরিদপুর হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

0
423

মো. আব্দুল হাফিজ ফরিদপুর (পাবনা ) প্রতিনিধি: গত ৮ আগষ্ট পর্যন্ত ফরিদপুর উপজেলা হাসপাতালে ১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। দুজনের অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলো নাসির (২২), পিতা আব্দুর রাজ্জাক, কালীয়াকৈর এবং শামসুল আলম (৫৫), পিতা আব্দুল কুদ্দুস, গ্রাম কালিয়ানী। এছাড়া রুপা (১৯), পিতা আব্দুর রহমান, ডেমরা, মিজানুর রহমান (৪৬), পিতা মৃত: আনসার আলী, রতনপুর।

হাবিল (২০), পিতা আব্দুর রশিদ, কাশিপুর। আরাফাত (৪), পিতা শহিদুল, কালিয়ানী। মুনছুর (৩২), পিতা আরসেদ, নাগডেমরা। শাওন (২১) পিতা আব্দুল মাজেদ, কাশীপুর। নাজমুল (২১), পিতা আমিন, গোপালনগর। হৃদয় (২২), পিতা জাকির হোসেন, আরকান্দি। আব্দুল মতিন (৬০), পিতা তসির উদ্দীন, উত্তর টিয়ারপাড়া।

লিপি (৪২), স্বামী আব্দুল মতিন, উত্তর টিয়ারপাড়া। এদেরকে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। গত ৮ আগষ্ট ২জন নতুন রোগী ভর্তি হয়েছে তারা হলো রাইসা (০৭), পিতা আজাদ, বেড়হাউলিয়া এবং সুরভী (১২), পিতা আব্দুর রহমান, ডেমরা। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা সবাই ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ী এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here