প্রেসিডেন্টরা মোদির মাথায় ছাতা ধরেন

0
459

অনলাইন ডেস্ক:দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুষ্টিতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেক মিত্র দেশই। এর সর্বশেষ নমুনা পাওয়া গেলো মোদির কিরগিজস্তান সফরে। বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেওয়া মোদির মাথায় নিরাপত্তা কর্মকর্তাদের পরিবর্তে খোদ কিরগিজ প্রেসিডেন্ট সুরুনকে জিনবেকভ ছাতা ধরলেন।

একই ধরণের দৃশ্য দেখা গিয়েছিল গত রোববার মোদির শ্রীলংকা সফরে। কলম্বো সফরে মোদিকে অভ্যর্থনা জানানোর সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় নিরাপত্তা কর্মকর্তাদের পরিবর্তে খোদ লংকান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মোদির মাথায় ছাতা ধরেন।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই প্রেসিডেন্টের এই ছাতাধরা মোদির হৃদয়ের গভীরে স্পর্শ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here