ফরিদপুরে গোদ রোগ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

0
307

ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ
ফরিদপুরে উপজেলা পর্যায়ে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওমর ফারুক মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মহিদুল হক, কৃষি অফিসার রোকনুজ্জামান প্রমুখ। এ সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব,সাংবাদিক ও দু’জন গোদ রোগে আক্রান্ত রোগী অংশ গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: ওমর ফারুক মীর বলেন, ফাইলেরিয়া পরজীবির মাধ্যমে গোদ রোগের সৃষ্টি হয়। গোদ রোগের পরজীবি রোগী হতে সুস্থ লোকের শরীরে মশার মাধ্যমে ছড়ায়। গোদ রোগের নূন্যতম ব্যবস্থাপনা স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল এবং বাড়ীতেও নেওয়া যেতে পারে। সরকার বাংলাদেশ কমিনিউনিটি ক্লিনিকের মাধ্যমে গোদ ব্যবস্থাপনার কার্যক্রম গ্রহণ করেছে। প্রতি মঙ্গলবার গোদ রোগিরা নিকটস্থ কমিনিউটি ক্লিনিকে এসে পরামর্শ, আক্রান্ত অঙ্গের পরিচর্যা, আক্রান্ত অঙ্গের জন্য প্রযোজ্য ব্যয়াম এবং বাড়ীতে করনীয় সমন্ধে জানবেন। তিনি বলেন, প্রতিদিন অন্তত ২বার সাবান পানি দিয়ে ঘষাঘষি না করে পরিষ্কার নরম টুকরা কাপুড় দিয়ে পরিষ্কার করতে হবে। ফরিদপুরে গোদ রোগে ৪২ জন আক্রান্ত হয়েছে এবং একই বাড়ীতে ৫জন গোদ রোগি আছে বলে জানা যায়। আক্রান্ত জেলা গুলোতে জেলা সদরে একটি করে পূর্নবাসন কেন্দ্র স্থাপন করার জন্য বেশ ক’জন গোদ রুগি সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here