ফরিদপুরে ৫ ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

0
284

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : গত ৩০ মে উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের ৩ কোটি ৪ লাখ ২৭ হাজার ৩৭০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মো. শহিদুল ইসলাম। গ্রাম প্রধান শফিকুল ইসলাম, বাচ্চু প্রাং, ইসরাফিল সরকার, ইউপি সদস্যগণ ও সুধিজন উপস্থিত ছিলেন।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ
ফরিদপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের ৩ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৬০৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন সচিব জাকির হোসেন। সাবেক প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান মুকুল, আকলিমা খাতুন, ফজলুল হক, জিয়াউর রহমান, সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পুংগলী ইউনিয়ন পরিষদ
পুংগলী ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের ৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৪০৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সচিব শামীম আহমেদ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান এর সভাপতিত্বে গ্রাম প্রধান রমজান আলী সরকার সহ সকল ইউপি সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
ডেমরা ইউনিয়ন পরিষদ
ডেমরা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের ২০২০-২০২১ অর্থ বছরের ২ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ১৫৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাফুজুর রহমানের সভাপতিত্বে সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবাগত সচিব জমিন উদ্দিন উপস্থিত ছিলেন।
বনওয়ারী নগর ইউনিয়ন পরিষদ
গত ২৮ মে বনওয়ারী নগর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কাদের পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের ২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৪০৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এর সভাপতিত্বে বনওয়ারী নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী সরকার সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here