ফুলজোড় নদী তীরে ভ্রাম্যমান অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা সহ ২০ লাখ ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ

0
438
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা এবং দু’টি স্থানে সংরক্ষিত ২০ লাখ ৬৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন। জব্দ করা বালুর মূল্য প্রায় ৫৯ লাখ টাকা। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমুর রহমান ও উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব হাসান । উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান জানান, জাকির হোসেন নামে এক বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুলজোড় নদীতে তার ইজারা নেওয়া অংশের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এই ব্যবসায়ীর প্রতিনিধি মোঃ শাওন কে ২ লাখ টাকা এবং ইউসুফ আলীকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। একই সঙ্গে আদালত ফুলজোড় কলেজের পাশে সংরক্ষণ করা ১৭ লাখ ৬৫ হাজার ঘনফুট এবং আলোকদিয়ার গ্রামের পাশে ৩ লাখ ঘনফুট বালু জব্দ করেন। প্রসঙ্গত ফুলজোড় নদীতে নলকা সড়ক সেতুর পাশে আলোকদিয়ার এলাকায় বেশ কয়েক মাস ধরে কতিপয় ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়ে  সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার আরো জানান, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বসতভিটার নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here