বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ

0
258

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
ফরিদপুর উপজেলার বিলবকরী গ্রামের হাজী মোজাহেদ উল্লাহ বিলবকরী সরকার প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শতাংশ জায়গা এবং ৪ শতাংশ খাস জায়গা ৩ যুগ ধরে জোরপূর্বক ভোগ দখল করে মেহেগুনী, কড়াই, জাম, তুলা প্রভৃতি গাছের বাগান করে ৩/৪ লক্ষ টাকার গাছ বিক্রি করেছেন বলে লিখিত অভিযোগ আছে। এব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং গ্রামবাসী তাকে চাপ দিলে তিনি জায়গা ছেড়ে দেবেন বলে ওয়াদা করেন। সাম্প্রতিককালে এলজিইডি’র রাস্তা নির্মাণের সময় কর্তৃপক্ষ জরিপ করে উক্ত জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণ করছেন। তবে তিনি এখনও কিছু জমি তার দখলে রেখেছেন বলে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মকুল ও সমাজ সেবক ফাত্তাহুল মালিক লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান অধ্যপক গোলাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আহম্দ আলী এবং সহকারী কমিশনার ভুমি রাফিউল আলম এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। এব্যাপারে হাজী মোজাহেদ উল্লাহ’র সাথে কথা বললে তিনি বলেন, এখানে আমার নিজস্ব ৫০ শতাংশ জায়গা রয়েছে। সমাজে আমাকে হেয় করার জন্য কিছু লোক আমার ক্ষতি করার অপচেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here