বিশ্বকাপের জন্য লিগ পারফরম্যান্সে বিশ্বাসী নন মিঠুন

0
481

দেশে বসে বা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয় বলে মনে করেন মোহাম্মদ মিঠুন। সেই ঘাটতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ দিয়ে পূরণ সম্ভব বিশ্বাস মিঠুনের।

ক্রাইস্টচার্চ হামলা নিউজিল্যান্ড সফরের শেষটায় সবটুকু আকর্ষণ কেড়ে নিয়েছিলো। কিন্তু তার আগে মাঠের ক্রিকেটে তিন ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স আশার সঞ্চার করতে পারেনি।

অভিজ্ঞতা এককথায় হতাশাজনক। বাজে ব্যাটিং ও বোলিংয়ের অনন্য নজির দেখিয়েছেন দলের ক্রিকেটাররা।

জাতীয় দলের হয়ে মাত্র ১৫ ওয়ানডে খেলা মোহাম্মদ মিঠুন কিছুটা ব্যতিক্রম ছিলেন এই ফরম্যাটে। স্রোতের বিপরীতে করেছেন দুই ফিফটি। তবুও সন্তুষ্টির ভেলায় ভাসতে নারাজ মিঠুন।

মিঠুনের প্রথম বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত। তাই বিশ্ব মঞ্চে জ্বলে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। ঢাকা লিগে খেলছেন আবাহনীর হয়ে।

ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় লিগ বা দেশের প্রস্তুতি যথেষ্ট নয় বলে মনে করেন। ঘাটতি পূরণে তাই আয়ার‍ল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকেই গুরুত্ব দিচ্ছেন মিঠুন।

ভালো পারফরম্যান্সের জন্য মানসিক প্রস্তুতি আর ফিটনেসকেও গুরুত্ব দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাই মানসিক প্রস্তুতি আর পূর্ণ ফিটনেস ধরে রেখে দলের জন্য সেরাটুকু দিতে চান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here