বেড়ায় কালাজ্বর নিমূল বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ সভা

0
290

শফিউল আযম ঃ
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নিমূল কর্মসূচী সিভিসি’র উদ্যোগে এসেন্ট বাংলাদেশের সহযোগীতায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর সম্মেলন কক্ষে গতকাল বুধবার কালাজ্বর নির্মূল বিষয়ে দিনব্যাপী অবহিতকরণ সভা অনষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরদার মিলন মাহমুদ।
জাতীয় কালাজ্বর নিমূল কর্মসূচী, সিভিসি’র সিনিয়র অ্যাডভাইজার প্রোগ্রাম ডাঃ মিজানুর রহমান কালাজ্বরের তথ্য-উপাত্ত উপস্থাপন করে বলেন, বাংলাদেশে ১০ হাজার মানুষ কালাজ্বরে আক্রান্ত হয়েছে। প্রায় চার কোটি আক্রান্তের ঝুঁকির মধ্যে রয়েছে। সরকার ২০২৫ সালের মধ্যে কালাজ্বর উচ্ছেদ এবং ২০৩০ সালের মধ্যে কালাজ্বর নিমূলের কর্মসূচী হাতে নিয়েছে। তিনি বলেন, কালাজ্বরের চিকিৎসা বেশ ব্যয়বহুল। কালাজ্বরে আক্রান্ত একজন রোগীকে ১০টি ইঞ্জেকশন নিতে হয়। প্রতিটি ইঞ্জেকশনের দাম ২০ হাজার টাকা। কলাজ্বরে আক্রন্ত একজন রোগীকে চিকিৎসাবাবদ ব্যয় করতে হয় দুই লাখ এক হাজার টাকা। সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র-এ কালাজ্বরের পরীক্ষা ও ইঞ্জেকশন ফ্রিতে সরবরাহ করছে।
অবহিতকরণ সভায় রিসোর্স পারর্সন হিসেবে বক্তব্যদেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী, সমাপনী বক্তব্যদেন, বেড়া পৌরসাভার মেয়র আলহাজ আব্দুল বাতেন। এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নিমূল কর্মসূচির সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ আলিমা আফরিন অলংকার, একই কর্মসূচির সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ শারমিন আক্তার। অবহিতকরণ সভায় মোট ২৫ জন অংশগ্রহন করেন। এরমধ্যে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ঈমাম ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here