বেড়ায় দুই সচিবের নিজস্ব অর্থায়নে তৈরি দূর্যোগ সহনীয় ৪টি ঘরের চাবি গৃহহীনদের হস্তান্তর

0
306

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতাঃ
দুই সচিবদের নিজস্ব অর্থায়নে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে পাবনা বেড়া উপজেলায় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা ও অর্থ বিভাগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার চারটি গৃহহীন পরিবারকে দূর্যোগ সহনীয় পাঁকা ঘরের চাবি হস্তান্তর করেন।
গতকাল শুক্রবার ( ১৮ডিসেম্বর) বিকেল ৩ টায় পৌর সভার এলাকার সানিলা গ্রামে ৩টি ও হাতিগাড়া গ্রামে ১টি অসহায় পরিবারের মাঝে আনুষ্ঠনিকভাবে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।
বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা ও অর্থ বিভাগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের নিজস্ব অর্থায়নে ‘জমি আছে ঘর নেই আশ্রয়ন প্রকল্প-২ এর অধিনে গৃহহীনদের নিজ জমিতে বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকি’র তত্ত্বাবধানে উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাদের বাস্তবায়নে চারটি পরিবারকে দূর্যোগ সহনীয় পাকা ঘর নির্মান করে দেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী, উপজেলা সহকারি (ভুমি) মো. মাহাবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপ সহকারি প্রকৌশলী মো. শহিদুল্লা এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এসময় ঘর পাওয়া ব্যাক্তিদের সাথে কথা হলে তারা জানান, আমরা সপ্নেও ভাবি নাই এত সুন্দর ঘরে থাকতে পারবো। ঘর পেয়ে আমরা খুব খুশি। সচিব মো. সেলিম রেজা ও সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে তারা কৃতজ্ঞতা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here