বেড়ায় প্রধান শিক্ষককে কিল-ঘুষি মারলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি

0
459

শফিউল আযম ঃ
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য হাজী নূর ইসলাম হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তারকে কিল-ঘুষিসহ শারীরিকভাবে লাঞ্চিত করেছেন। গত মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষকের কক্ষে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু সাঈদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
এদিকে হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা আগামীকাল বৃহস্পতিবার সকালে হাটুরিয়া বাজারে প্রধান শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের কর্মসূচি ঘোষনা করেছে।
জানা যায়, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজ¦ী নূর ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্বরত উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু সাঈদের নিকট অভিযোগ করেন। সহকারি শিক্ষা কর্মকর্তা দু’জনকে নিয়ে বসে সমাধান করার সিদ্ধান্ত নেন। আনীত অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক শামীম আক্তার ব্যাখ্যা দেয়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি নূর ইসলাম তাকে কিল, ঘুষি মারতে থাকেন। এর এক পর্যয়ে কক্ষের আসবাবপত্র দিয়ে আঘাত করার চেষ্টা করেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। এ সময় সহকারি শিক্ষা কর্মকর্তা এবং অন্যান্য শিক্ষকরা সভাপতিকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
প্রধান শিক্ষক শামীম আক্তার জানান, সভাপতির অভিযোগের বিষয়ে আমার বক্তব্য তুলে ধরার সাথে সাথেই তিনি আমাকে আক্রমণ করে এলোপাতারি কিল-ঘুষি মারতে থাকেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর ইসলাম বলেন, আমি তাকে কোন আঘাত করিনি। সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট ক্লাষ্টারের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজ¦ী নূর ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের শুনানীর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সভাপতি নূর ইসলাম তাকে কিল, ঘুষিসহ শাররীকভাবে লাঞ্চিত করেন।
এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের কপি বেড়া মডেল থানা এবং শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে পরবর্তীতে শিক্ষা কমিটিটে বিষয়টি উপস্থাপন করে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here