বেড়ায় ফসলের ন্যায্যদামের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

0
444

শফিউল আযম ঃ
কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেড়া উপজেলা শাখার কর্মীরা। সোমবার বেলা ১১ টায় বেড়া বাজার কাদের ডাক্তারের মোড়ে সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া কর্মীরা এ সময় ‘কৃষক মরে অনাহারে, সরকার কি করে’, কার্ড সিস্টেম বন্ধ হোক, ধান বিক্রির সমান সুযোগ হোক’ ‘কৃষি নির্ভর অর্থনীতি, কৃষকের কেন দূর্গতি’ ভারত থেকে আমদানি কেন? প্রভৃতি স্লোগান সংবলিত ব্যানার বহন করে।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেড়া উপজেলা শাখার আহবায়ক লিমন সরকার, সদস্য সচিব মোঃ শাহেদ আলী, সদস্য শাকিল আহমেদ, মোঃ হিাে হোসেন প্রমূখ। বক্তারা বলেন, কৃষি প্রধান দেশে যদি কৃষি হুমকির সন্মুখীন হয় তাহলে দেশকে বাঁচানো যাবে না। চলতি বছরে দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চাল আমদানি করায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here