ভাঙ্গুড়ায় কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারি নির্মাণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

0
454

সিরাজুল ইসলাম আপন:পাবনা ভাঙ্গুড়ার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর মৌহাট গ্রামের কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারি নির্মাণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।২০১৭-১৮ অর্থ বছরের বিবিজি বরাদ্দ কৃত অর্থ দ্বারা অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর মৌহাট গ্রামের কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারির জন্য ১ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল।এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল ৯ নং ওয়ার্ডের মহিলা মে¤॥^র মোছা. জান্নাতুল ফেরদৌস কে।অনুসন্ধানে সরজমিনে গিয়ে দেখা যায় বরাদ্দ কৃত টাকার ৫০% কাজ ও করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক এক বয়স্ক ব্যাক্তি বলেন এলাকাবাসীকে বলা হয়েছে ৮০ হাজার টাকার কাজ পেয়েছি সেটা দ্বারা যতদূর সম্ভব কাজ করেছি।এ ব্যাপারে জান্নাতুল ফেরদৌস এর সাথে মোবাইলে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের নিয়ে বিভিন্ন রকম আজেবাজে মন্তব্য করেন এবং কটাক্ষ ভাষায় কথা বলেন। এ ব্যাপারে অষ্টমনিষা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো.আয়নুল এর সাথে কথা বললে তিনি বলেন সাংবাদিককে অপমান করে কথা বলাটা দুঃখ জনক বিষয়টা আমি দেখব।প্রকল্পের কাজের বরাদ্দ টাকার বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন কত টাকার প্রকল্প আর কত টাকার কাজ করেছে সেটা আপনাদের দেখার বিষয় না আপনারা দেখুন কাজ হয়েছে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here