ভাঙ্গুড়ায় কলেজে যাতায়াতের রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন

0
605

নিজস্ব প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজে যাতায়াতের একমাত্র রাস্তা অবৈধ দখলদারের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের সামনের মহাসড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বদরুল আলম সহ কয়েকজন শিক্ষক ও অভিভাবক। অধ্যক্ষ বদরুল আলম বলেন, ২০০৩ সালে উপজেলার পাটুলীপাড়া গ্রামে এক একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখায় বিভিন্ন ট্রেডে চার শত ৮০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। সম্প্রতি কলেজে যাতায়াতের রাস্তার পাশের বাসিন্দা রবিউল ইসলাম ও ইউনুস আলী মহাসড়ক থেকে কলেজে যাতায়াতের মধ্যবর্তী ২০ ফুট রাস্তা অবৈধভাবে খনন করে বেড়া দিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ওই রাস্তায় চলাচল করতে না পেরে কলেজের পেছনের অন্যের আবাদি জমির মধ্যে দিয়ে হেঁটে প্রতিষ্ঠানে যাতায়াত করছে। এ কারণে কলেজে শিক্ষার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে। বক্তারা দ্রুত এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here