ভাঙ্গুড়ায় সোনাতন ধর্মালম্বীদের ¯œানোসব অনুষ্ঠিত

0
476

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় মহাধুমাধামের সাথে সেনাতন ধর্মালম্বীদের ¯œানোসব অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া কেন্দ্রীয় মহাশশ্মান কমিটি কর্তৃক আয়োজিত বুধবার দিনব্যাপী পৌর সদরের মেন্দা খালপাট এলাকার বড়াল নদীতে এই ¯œানোসব অনুষ্ঠিত হয়। সোনাতান ধর্মালম্বীদের মতে ত্রয়োদর্শী মধুচন্দিমা তিথিতে বারুণী ¯œানোসব প্রতি বছর এই দিনে মহাধুমধামের সাথে পালন করে থাকে। এদিনে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে তাদের এই উৎসব। বুধবার সকাল সাড়ে ১১টা দিকে মেন্দা শশ্মান ঘাট এলাকায় সরেজমিন দেখা যায়, সোনাতন ধর্মালম্বীদের সকল বয়সের মানুষ সেখানে নদীর ঘাটে পুজা শেষে ¯œানোসবে মেতেছে। আবার কেউবা শশ্মান চত্বরে নাম কীর্তন করছে। এসময় ভাঙ্গুড়া কেন্দ্রীয় শশ্মান কমিটির সভাপতি শ্রী সংগীত কুমার পাল বলেন, প্রতি বছরই এই দিনটি যথাযথ মর্যাদার সাথে আমারা পালন করে থাকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here