ভাঙ্গুড়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা

0
400

ভাঙ্গুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে ভাঙ্গুড়া পৌর কার্যালয়ে মেয়র গোলাম হাসনাইন রাসেল অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে ২১ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ের বিপরীতে রাজস্ব ও উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ২১ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা । স্থিতি দেখানো হয় ২০ লাখ ৬৫ হাজার টাকা। এবারের বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে স্যানিটেশন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক আলোকিতকরণ, পানি সরবরাহ,সিসি ক্যামেরা ও মাদক মুক্তকরণ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমকে। এ সময় মেয়র তার বক্তব্যে বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেটের আয় ও ব্যয়ের হিসাব-নিকাশ করা হয়। এজন্য স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বাজেট পূর্ববর্তী একাধিক মতবিনিময় সভা করা হয়েছে।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর রফিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন হিসাব সহকারী মোঃ নাজমূল ইসলাম কালু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here