ভিপি নুরকে গনমাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : বাদল

0
419

নিজস্ব প্রতিনিধি:এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে ২৪ ঘণ্টার মধ্যে গনমাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মন্ডলীর সদস্য ও জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আকরাম হোসেন বাদল।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ‘কোটি হৃদয়ে জয় বাংলা’ বাস্তবায়ন কমিটির স্থানীয় নেতাকর্মীদের সাথে আলোচনা শেষে কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন বাদল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর ভিপি নুরুল হক নুরের ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। উনি ১৩ কোটি টাকার বিষয়ে কথা বলেছেন, আমিও ফেসবুকে পেয়েছি সেটি। ভিপি নুরের মুখোশ খুলে গেছে, মোবাইলে দুজন ব্যক্তির কথোপকথনের অডিও বিভিন্ন গনমাধ্যমেও প্রচার হয়েছে। শিক্ষার্থীদের কাজ কি ? সরকার বিরোধী নানা চক্রান্তের সাথে এই নুরুল হক নুর সরাসরি সম্পৃক্ত। মিডিয়াতে দেয়া নুরের মন্তব্যে সেটা পরিস্কার বুঝেছে পুরো জাতি। ডাকসুর ভিপি এখন সরকারি বিরোধী, দেশ বিরোধীদের হয়ে কাজ করছে।

আকরাম হোসেন বাদল আরও বলেন, বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে বসে সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেছে ‘নিউজ টুয়েন্টিফোর, ডিবিসি টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গনমাধ্যমে যাঁরা নুরের অপকর্মের অডিও প্রচার করেছে,  তাঁদেরকে নাকি ২৪ ঘণ্টার মধ্যে নুরের কাছে ক্ষমা চাইতে হবে !’ চুরি করে ধরা খেলেও চোর সহজে স্বীকার করতে চায় না, ডাকসুর ভিপিও তাই। বিষয়টি হাস্যকর। আমি বলতে চাই, মি: দুর্ণীতিবাজ নুর, গনমাধ্যম সত্য প্রচার করেছে বলে তোমার গা’জ্বালা ধরেছে ! সরকার বিরোধী, দেশ বিরোধী ও গনমাধ্যম বিরোধী মন্তব্যের জন্য তোমাকে ২৪ ঘণ্টার মধ্যে গনমাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমি নিজে আইনগত ব্যবস্থা নিবো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির এই নেতা বলেন, সত্য প্রকাশের পর ভিপি নুর কথা উল্টো দিকে নেয়ার চেষ্টা করছে। তদবির সহ ১৩ কোটি টাকার বিষয়টি নাকি তাঁর ব্যক্তিগত ব্যবসা সংক্রান্ত ! কতটুকু নির্লজ্জ হলে একথা বলতে পারে !

এসময় ‘কোটি হৃদয়ে জয় বাংলা’ বাস্তবায়ন কমিটির সভায় উপস্থিত নেতাকর্মীরা ডাকসুর ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here