মেয়াদোত্তীর্ণ পণ্য, ব্যবসায়ীকে জরিমানা

0
147

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য (কোমল পানীয়, বিস্কুট, কেক, পাউরুটি) বিক্রয় করায় ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলা পরিষদের সামনে আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে দোকানের ভিতরে মেয়াদ উত্তীর্ণ পণ্য গুদামজাত করে রেখেছেন। সহজ সরল ক্রেতা পেলেই তিনি এই মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করে করেন। বিষয়টি উপজেলার অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ীকে জরিমান া করা হয় এবং এসব পণ্য ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থ রক্ষায় এমন অভিযান প্রতিনিয়ত চলবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here