শিক্ষকদের অবসর ও কল্যাণে ১০% কর্তনের নির্দেশ জারি

0
482

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এপ্রিল-২০১৯ মাসের বেতন থেকেই যথাক্রমে অবসর সুবিধা বোর্ডের জন্য ৬ শতাংশ এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪ শতাংশ মোট ১০ শতাংশ হারে চাঁদা কর্তনের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ১৫ এপ্রিল ১০ শতাংশ চাঁদা কর্তন করে দুটি ফান্ডে জমা করার জন্য আদেশ জারি করে।

এর আগে অবসর ফান্ডের জন্য ৪ শতাংশ ও কল্যাণের জন্য ২ শতাংশ হারে চাঁদা কর্তন হতো।

তাছাড়া এর আগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ চাঁদা কর্তন কার্যকর হয়।

আদেশ:

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/9420190416103632.jpg

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here