সাঁথিয়ায় বজ্রপাতে দুই শিশু নিহত, নৌকা ডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ

0
406

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতা ঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ছোট পাথালিয়াহাট গ্রামের মাঠে পেঁয়াজ কুড়ানোর সময় বজ্রপাতে শাকিল হোসেন (৯) ও রঞ্জিতা খাতুন (৮) নামের দুই শিশু নিহত হয়েছে। এদিকে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় একই উপজেলার আমাইকোলা গ্রামের ৩ শ্রমিক নিখোঁজ রয়েছেন। পৃথক দুটি ঘটনা ঘটেছে রোববার বিকেলে।
নিহতদের পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথালিয়াহাট গ্রামের শাহিন হোসেনের ছেলে শাকিল হোসেন একই গ্রামের আবুল কালামের মেয়ে রঞ্জিতা খাতুন রোববার বিকেল ৫ টার দিকে বাড়ীর পাশে মাঠে পেঁয়াজ কুড়াতে যায়। বিকেল সাড়ে ৫ টার দিকে ঝড়ো হওয়া ও বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
এদিকে আমাইকোলা গ্রামের মানিক বাবুর নৌকা নারায়নগঞ্জ থেকে পাথর বোঝাই করে বেড়া আসছিল। রোববার বিকেলে রাজবাড়ীর দৌলতপুরের ধুলসুরায়া এলাকায় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে পাথর বোঝাই নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়। নৌকা ডুবির ঘটনায় তিন জন শ্রমিক নিখোঁজ রয়েছে। তারা হলেন- আমাইকোলা গ্রামের মৃত- শুরু খাঁর ছেলে নাসির (৪৫) এ্কই গ্রামের মৃত- হাসমত আলীর ছেলে ইসমাইল (৫৫)। অপর নিখোঁজ শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here