ট্রেনের যাত্রা বিরতির সময় বাড়ানোর এবং সেড নির্মাণের দাবিতে ভাঙ্গুড়ায় মানববন্ধন

0
637

নিজস্ব প্রতিনিধি:যাত্রীদের নিরাপদে উঠানামার জন্য পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির সময় বাড়ানো এবং সেড নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শুক্রবার সকাল দশটায় ভাঙ্গুড়া রেল স্টেশনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন বলেন, প্রতি বছর ঈদের পরে ভাঙ্গুড়া রেল স্টেশনে ঢাকা যাতায়াতকারী যাত্রা বিরতির সাতটি আন্তঃনগর ট্রেনে বরাদ্দকৃত আসনের চেয়ে দশগুণ বেশি যাত্রী উঠানামা করে। এতে স্বল্প পরিসরের প্লাটফর্মে যাত্রা বিরতির দুই মিনিট সময়ে যাত্রীরা তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে পড়ে অনেকেই আহত হয়। তাই এবছর প্রতিটি ট্রেনের যাত্রা বিরতির সময় বাড়াতে রেল কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here