সন্ত্রাসী গ্রেফতার দাবিতে উত্তরাঞ্চলে অনির্দিষ্টকালের জন্য জ¦ালানী তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ডাক

0
253

শফিউল আযম ঃ
বাঘাবাড়ি এনএস ফিলিং ষ্টেশনের মালিক ও পরিচালককে মারপিটকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উত্তরাঞ্চলে আগামি ৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জ¦ালানী তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ডাক দেয়া হয়েছে।উত্তরবঙ্গ ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স,ডিষ্ট্রিবিউশন এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগ গত ২৩ জুলাই এক যৌথ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় প্রশাসনকে সন্ত্রাসীদের গ্রেফতারে আগামি ১ আগষ্ট পযন্ত সময় বেঁধে দেয়া হয়েছে তা না হলে ২ জুলাই সোমবার অর্ধবেলা ধর্মঘট ও ৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহণ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বাঘাবাড়ি এনএস ফিলিং ষ্ট্রেশনে দীঘৃদিন ধরে এলাকার কতিপয় সন্ত্রাসী গাড়িতে জ¦ালানী তেল নিয়ে টাকা না দিয়েই চলে যায়।পেট্রোল পাম্পমালিক আলহাজ¦ সোলায়মান হোসেন তাদের কাছে বকেয়া টাকা চাইলে তারা হুমকি দেখায়। এরপর গত ১৯ তারিখ বিকেলে সন্ত্রাসীরা পেট্রোলপাম্পে হামলা চালিয়ে ভাঙ্গচুর চালিয়ে ১ লাখ টাকা লুটে নেয়াসহ মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।এ ব্যাপারে আলহাজ¦ সোলায়মান শাহজাতপুর থানায় মিন্টু মোল্লা,হামিদ মোল্লা,মোঃ নুর তাজেল মোল্লা,আলতাফ মোল্লাসহ ৭ জনের নামে জিডি করেন। এ জিডি প্রত্যাহার করতে সন্ত্রাসীরা হত্যার হুমকি দিলেও তিনি অস্বীকৃতি জানায়। এরপর গত ২৩ জুলাই সশস্ত্র সন্ত্রাসীরা পাম্প অংশীদার কাম পরিচালক আব্দুল মান্নানের বাড়ি হামলা চালিয়ে ভাঙ্গচুরসহ ৩ লাখ টাকা লুট করে। এ সময় সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়।সন্ত্রাসীরা আব্দুল মান্নানের ভাই পাম্প অংশিদার আলহাজ¦ সোলায়মান হোসেনকেই রক্তাক্ত জখম করে।এ ঘটনায় মামলা হলেও শাহজাতপুর থানা পুলিশ অসামীদের না করলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। তাই এ ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সংশ্লিষ্ট সংগঠন এ কর্মসুচির ডাক দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here