কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন

0
480

কুষ্টিয়া থেকে আহাদ আলী নয়ন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সদ্য পদায়নকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোনতাকিমুর রহমান ৭ মার্চ বদলী আদেশ পেয়েও অদ্যাবধি কুষ্টিয়ার দৌলতপুরে নতুন কর্মস্থলে যোগদান না করায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ বখতিয়ার রহমানকে আর্থিক লেনদেনের ক্ষমতা অর্পন না করায় স্বাক্ষরের অভাবে প্রায় দুই মাস হতে চললেও বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এগাশত শিক্ষক। দৌলতপুর শিক্ষা অফিস ও ভূক্তভোগি শিক্ষকরা জানান, পূর্বে চলতি দায়িত্বে থাকা শিক্ষা অফিসার জয়নাল আবেদীনকে বদলীবানিজ্যের অভিযোগে গত ৩১ জানুয়ারী উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত ৩৮.০০.০০০০.০০১.১৯.০৩৪.২০১৮-২০ স্মারকে বদলী আদেশে শাস্তিমূলক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের (চলতি দায়িত্বে) বদলী করা হয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনসুর আলী চৌধুরী স্বাক্ষরিত ৩৮.০১.৫০০০.২০১.১৯.০০৩.১৮-৩৩৫/১১ নং স্বারকে শিক্ষা অফিসার জয়নাল আবেদীনকে দৌলতপুর শিক্ষা অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আর্টিক্যাল ৪৭ এ্যাক্ট অনুযায়ী জেষ্ঠ্য সহকারী শিক্ষা অফিসার মোঃ বখতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্ব দিলেও অধিদপ্তর থেকে অদ্যাবধি আর্থিক লেনদেনের কোন ক্ষমতা অর্পন না করায় এবং গত ৭ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস সাজেদা সুলতানা স্বাক্ষরিত ৩৮.০১.০০০০.৩০০.১৯.১৫০.১৮.১২/১(১৩) স্মারকে বান্দরবার জেলার থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোনতাকিমুর রহমান (চলতি দায়িত্বে) দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্বে পদায়ন করলেও আজো তিনি নতুন কর্মস্থলে যোগদান না করায় এবং বেতনবিলে স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা তাদের বেতন উঠাতে না পেরে অতিকষ্টে দিনাতিপাত করছেন। ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ বখতিয়ার রহমান জানান, নতুন শিক্ষা অফিসার আগামী ২৫ মার্চ যোগদান করবেন বলে জানিয়েছেন,তিনি যোগদানের পর বেতনবিলে স্বাক্ষর হলে শিক্ষকরা দুই মাসের বেতন একসাথে পাবেন। কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনসুর আলী চৌধুরী জানান, দৌলতপুর শিক্ষা অফিসের অদক্ষতা ও কর্তব্যে অবহেলার কারণে শিক্ষকরা বেতন তুলতে পারেনি। সদ্য পদায়নকৃত শিক্ষা অফিসার ২৮ মার্চ যোগদান করবেন তবে তার আগেই অধিদপ্তর থেকে আর্থিক লেনদেনের অর্ডার আসবে এবং শিক্ষকরা তাদের বেতন পাবেন বলে জেলা শিক্ষা অফিসার মোঃ মনসুর আলী চৌধুরী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here